Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষার অনুমোদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ৫:২০ পিএম

চীনের তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। আজ রোববার বিএমআরসি পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিএমআরসি সূত্র বলছে, বাংলাদেশে চীনের তৈরি করা ভ্যাকসিনের পরীক্ষা করার জন্য অনুমতি চেয়েছিল দেশটি। চীনের একটি ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের জন্য আইসিডিডিআরবিকে অনুমোদন দিয়েছে বিএমআরসি। প্রাথমিকভাবে দেশের সরকারি আটটি কোভিড হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর তা প্রয়োগ করা হবে বলে সূত্র জানিয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে চীনের ভ্যাকসিনের পরীক্ষা চালানোর তথ্য জানিয়েছিলেন। তিনি এও বলেছিলেন এই পরীক্ষামূলক প্রয়োগের সঙ্গে দেশে এই ভ্যাকসিনের উৎপাদনও হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ