পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিটফোর্ডে নকল, ভেজাল ও অননুমোদিত ওষুধ বিক্রি ও মজুত করার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত মিটফোর্ডের আলী চেয়ারম্যান মেডিসিন মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অননুমোদিত ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ পাওয়ায় পাঁচটি ফার্মেসির মালিককে সাত লাখ টাকা জরিমানা ও এক ফার্মেসি মালিককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, মিটফোর্ডে নকল, ভেজাল ওষুধের সঙ্গে অননুমোদিত ওষুধ মজুত করে বিক্রি করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেবা মেডিকেল এজেন্সির মালিক মো. নূরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, মেডিচেইন সার্জিক্যালের মো. হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড, জামান মেডিসিনের মো. বাহার উল্লাহকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, সিমন ড্রাগ হাউজের মো. পারভেজকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল, রিপন মেডিসিন হাউজের মালিক মো. আরিফ হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া মিজান মেডিকেল হল নামে একটি ফার্মেসিতে দেশি-বিদেশি বিভিন্ন নামকরা কোম্পানির নকল ওষুধ পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মিজানুর রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি থেকে প্রায় ২০ লাখ টাকার নকল ও অননুমোদিত ওষুধ জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।