Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিমেন্টবোঝাই ট্রাক ভেঙে দিলো ব্রিজ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

অতিরিক্ত সিমেন্টবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ে বগুড়ার সঙ্গে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শনিবার সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার সাবাসপুর এলাকার বরুঙ্গী বিলের ওপর বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।
জানা গেছে, ১০ চাকার একটি ট্রাক ৫০ টন সিমেন্ট নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি সাবাসপুর বরুঙ্গী বিলে সড়ক ও জনপথ বিভাগের বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বেইলি ব্রিজটি পুরাতন এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ টনের অতিরিক্ত পণ্য পরিবহন করা যাবে না মর্মে ব্রিজের উভয় পাশে সাইনবোর্ড দেয়া হয়। কিন্তু কিছু দিন আগে একটি সাইনবোর্ড ভেঙে যায় এবং অপরটি চুরি হয়ে যায়।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ৫০ টন সিমেন্ট বোঝাই ট্রাক অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে গেছে। এ ঘটনায় ট্রাকের মালিকের নামে মামলা করা হবে। ট্রাকটি সরানোর পর ব্রিজটি প্রতিস্থাপনে কাজ শুরু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ