Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ৮ প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে দিনাজপুরে ৩, ফেনীতে ২, নোয়াখালী, রাজশাহী ও সিরাজগঞ্জে একজন করে। এসময় ৫ জন আহত হয়েছেন।
নোয়াখালী ব্যুরো জানায়, কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজি ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আবুল হাসেম শাকিল (১৮) নামের এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত ও দ্বীন মোহাম্মদ নামের এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনায় পিকআপটি আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের কবিরহাট সরকারি হাসপাতাল (পুরাতন ভবন) সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম শাকিল বাটইয়া ইউনিয়নের চাঁনপুর শাহ গ্রামের রিয়াজ উদ্দিন মুন্সি বাড়ীর আবুল খায়েরের ছেলে। সে কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

দিনাজপুর : দিনাজপুর জেলার নবাবগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরো দুজন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চড়ার হাট প্রেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত দুজন আব্দুর রশীদ (৬০) এবং আনজু আরা বেগম (৪২)। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান বাসু দেব বর্মন (১৮)। নিহত বাসু দেব নবাবগঞ্জ উপজেলার ৪ নং শালকুড়িয়া ইউপির বেড়া মালিয়া গ্রামের ভুরাই বর্মনের ছেলে। ঘটনাস্থলে নিহত আব্দুর রশীদ নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউপির রঞ্জয়ড়যর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে এবং আঞ্জু আরা বেগম একই উপজেলার ৫ নং পুটিমারা ইউপির নয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। আহতরা হলেন- ইজিবাইকচালক আকতারুজামান (৩৫) ও যাত্রী ওমর ফারুক (৬০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান দৈনিক ইনকিলাবকে জানান, দিনাজপুর অভিমুখী একটি মালবোঝাই ট্রাক (দিনাজপুর-ট-১১-০১৫৭) এবং নবাবগঞ্জ অভিমুখী যাত্রীবাহী একটি ইজিবাইকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। ট্রাক ও ইজিবাইককে জব্দ করা হয়েছে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়ায় ট্রাক চাপায় সোহেল রানা (২২) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল ভোরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো।

ফেনী : ফেনীতে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী গাইনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার পাঁচগাছিয়ার উত্তর কাশিমপুরের বাসিন্দা বাচ্চু মিয়া (৭৫) ও তার বোন খুকি আক্তার (৫৫)
দুর্গাপুর (রাজশাহী) : রাজশাহী দুর্গাপুরে বাড়ি ফেরার পথে গত শুক্রবার সন্ধ্যায় সম্রাট হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরানতাহিরপুর কাঁচারিপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্ট ব্যবসায়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ