Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইডিএলসি ইনভেস্টমেন্টস টানা তৃতীয় বার বাংলাদেশের বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৮:৫৪ পিএম

আইডিএলসি ইনভেস্টমেন্টস ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২০ : বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে পুরস্কৃত হয়েছে। আইডিএলসি ইনভেস্টমেন্টেস এর যুগপোযোগী অফার, সুশাসন, প্রতিযোগীদের তুলনায় শক্তিশালী আর্থিক অবস্থান, বিভিন্ন ব্যাবসা সফল চুক্তি এবং বিনিয়োগ, স্থানীয় এবং আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বিভিন্ন সময় উপযোগী ও উদ্ভাবনী সমাধান এই পুরস্কার পাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।

আইডিএলসি ফাইন্যান্স’র সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বরেছেন, আইডিএলসি’র মূল চালিকা শক্তি হলো পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কৌশলগত পরিবর্তন আনা এবং সমাজে টেকসই ও সুদূরপ্রসারী প্রভাব তৈরী করা। টানা তৃতীয়বারের মতো এই পুরষ্কার অর্জন এটাই প্রমান করে আইডিএলসি ইনভেস্টমেন্টসই বাংলাদেশের সেরা মার্চেন্ট ব্যাংক।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত, ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স’ বিশ্বব্যাপী ব্যাংকিং শিল্পে প্রথম সারির একটি পুরস্কার। আইডিএলসি ২০১৮ এবং ২০১৯ সালেও এই পুরস্কার অর্জন করে এবং এ বছরেরটিসহ এটি তাদের টানা তৃতীয় বারের মতো অর্জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ