পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপ-নেতা জি এম কাদের এমপি বলেছেন, দেশে বর্তমান সরকারের শাসন ব্যবস্থায় গনতন্ত্রের নামে এক নায়কতন্ত্র চলছে। দেশে লাগামহীনভাবে দুর্নীতি বেড়ে চলছে। জাতীয় পার্টির সরকারের আমলে হোসেন মোহাম¥দ এরশাদ এদেশে উপজেলা ও জেলা পরিষদ চালু করেছেন। এর ফলে অনেক শিক্ষিত যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। হোসেন মোহম্মদ এরশাদ দীর্ঘ নয় বছর এদেশ শাসন করেছেন। তার শাসন আমলে দেশের রাস্তাঘাটসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রত্যেকটি উপজেলায় একাধিক ক্যাডার সার্ভিসের পদ সৃষ্টি হয়েছে। এতে অনেক শিক্ষিত ছেলে-মেয়েরা এই ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের আমলে লক্ষলক্ষ শিক্ষিত যুবক বেকার হয়ে বসে আছে। দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টির কোন বিকল্প নেই।তিনি আজ কেরানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কেরানীগঞ্জের চুনকুটিয়া রাজ কমিউনিটি সেন্টারে আজ শনিবার দুপুওে হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন ও ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে একথা বলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রমজান ভূঁইয়ার সভাপিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীপ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা আলমগীর শিকদার লোটন,ইউছুফ আলী লস্কর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।