পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গত ৩০ জুন মোহাম্মদপুর থানার তাজমহল রোড থেকে ৩৫ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই মামলার অন্যতম আসামি ভুয়া ডিবি চক্রের মূলহোতা জহিরকে (৩৫) গ্রেফতার করতে গত বৃহস্পতিবার রাতে ৩টার দিকে মোহাম্মদপুর বসিলা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। উভয়ের গোলাগুলির এক পর্যায়ে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ সন্ত্রাসীকে পুলিশ দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় মোহাম্মদপুর থানার চারজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। মোহাম্মদপুর থানার এসআই মো. সাজেদুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।