Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোখে স্প্রে করে লুট করতো গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

ঈদ সামনে এলেই নানা পন্থায় মানুষের টাকা ছিনিয়ে নিতে সরব হয় একদল দুর্বত্ত। কখনো ছুরি ধরে, গুলি করে, মলম লাগিয়ে বা অজ্ঞান করে মানুষের টাকা ছিনিয়ে নিতে ব্যস্ত হয় তারা। এরকম ৬জনকে গ্রেফতার র‌্যাব। এরা মানুষের চোখ জ্বালাপোড়ার স্প্রে ছিটিয়ে সব লুটে নিতো। তারা জনসমাগম ও শপিংমলের আশপাশে অবস্থান নিয়ে এ ধরনের অপরাধ করত বলে জানায় র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হলো- মোহাম্মদ রুবেল, উজ্বল সরকার, সাদ্দাম হোসাইন, জলিল মিয়া, রানা শেখ ও বেলাল হুসাইন।
র‌্যাব-২ এর উপ অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, ঈদকে সামনে রেখে শপিংমলে কেনাকাটা এবং গণপরিবহনে মানুষের যাতায়াত বেড়েছে। এই সুযোগে বিভিন্ন মানুষকে টার্গেট করে সর্বত্র লুটে নিচ্ছিলো। প্রথমে টার্গেট ব্যক্তির পিছু নেয়। এরপর সুযোগ বুঝে চোখে-মুখে স্প্রে ছিটিয়ে দিত। এতে চোখ জ্বালাপোড়া শুরু হলে তারা সব ছিনিয়ে নিয়ে যেত। সন্ধ্যার দিকে তাদের দৌরাত্ম্য বেশি ছিল। তিনি বলেন, গতরাতে আমাদের কাছে খবর ছিল, এমন একটি চক্রটি তেজগাঁও এলাকায় অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন স্প্রে ও মলম। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এ ধরনের অপারেশন চলমান থাকবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ