Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পৃথক ঘটনায় এক রাতেই ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় এক রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই নারী আত্মহত্যা করে ও এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। গত বৃহস্পতিবার রাতেই এসব ঘটনা ঘটে। 

জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ১৫০/বি নম্বর বাসা থেকে অনি (২৮) নামে এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও একই রাতে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে বানু আক্তার (৩৩) নামের আরেক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি স্বামীর সঙ্গে ফকিরাপুল পেপসি গলি এলাকায় থাকতেন। তার স্বামী পেশায় ভ্যানচালক। বিষ পান করে বানু আত্মহত্যা করেছেন বলে জানায় পুলিশ।
এদিকে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মেহেদি (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। নিহত মেহেদি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিল্লাল হোসেনের ছেলে।
এছাড়াও গতকাল ভোরে রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ইউনুস হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ইউনুসের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরআলকি গ্রামে। তিনি রাজধানীর ডেমরার সারুলিয়া থাকতেন। নিহত ইউনুসের ভায়রা মো. জসিম উদ্দিন জানান, ট্রাকে লেবারের কাজ করতেন ইউনুস। ভোরে বাড্ডায় ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করছিলেন তিনি। এসময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লাশগুলো ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ