Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ সহোদর নিহত

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন। গতকাল ভোরে টেকনাফ-সাবরাং প্রধান সড়কের মৌলভীপাড়া ও চকবাজারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল টেকনাফ-সাবরাং রোডে মাদক পাচারের সংবাদ পেয়ে অভিযানে যায় পুলিশ। পুলিশের অভিযানিক দল টেকনাফের চকবাজার এলাকায় পৌঁছালে মাদক বহনকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এএসআই মাযহারুল, কনস্টেবল দিন ইসলাম ও আমজাদ হোসেন আহত হয়। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, ২টি অস্ত্র ও ১১টি বুলেটসহ গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দু’জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। পরে বিভিন্নভাবে তাদের পরিচয় সনাক্ত করে জানা যায়, তারা চট্টগ্রামের চন্দনাইশের আমিনুল হকের দুই পুত্র মো. ফারুক ও আজাদুল হক।
অপরদিকে, হোয়াইকংয়ের খারাংখালী এলাকার সীমানা প্রবাহিত খাল হতে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, এ ঘটনায় পৃথক আইনে মামলা দায়ের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ