পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। সামাজিক মাধ্যমে বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানীর নানা অবদান ও কৃতিত্ব তুলে ধরে শোকাবহ প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ড. এমাজউদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মো. সাইদ লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অপূরণীয় ক্ষতি হল, বিশেষ করে যারা ভোট অধিকার ফিরে পেতে চান। গণতন্ত্রের স্বাভাবিক বহতা, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখা, ভারতের সাথে বর্তমানে সরকারের সকল অসম চুক্তির বিরুদ্ধে সোচ্চার, এই মহান শিক্ষাবিদকে আল্লাহ পাক ক্ষমাপূর্বক বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।’’
শাখাওয়াত আপন লিখেছেন, ‘‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতি একজন দেশপ্রেমিক মানুষ গড়ার কারিগরকে হারালো। এরাই হচ্ছে প্রকৃত মানুষ, হাজার প্রতিকূলতার মধ্যেও নিজের নীতি কখনো পরিবর্তন করেননি, মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার নীতিতে অটল ছিলেন, কারো সাথে আপোষ করেননি, নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।’’
মোঃ সিদ্দিক লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আল্লাহ্ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারের সকল সদস্য ও স্বজনদেরকে এই মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।’’
নিজাম উদ্দিন লিখেছেন, ‘‘বাঙ্গালী জাতি একজন অভিভাবককে হারালো। এদেশে পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দ্রষ্টা। আল্লাহ তার ভুলত্রুটিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের আলা মাকাম দান করুন। ইতিমধ্যে অনেক রাজনীতিবিদ মারা গেছেন কিন্তু কেন জানি তার মৃত্যুকে আমাকে নাড়া দিয়ে গেলো আমি শোকাহত।’’
মোঃ দিদার লিখেছেন, ‘‘আমি তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাত দান করুক এই দোয়া করি। তার মৃত্যুতে জাতি একজন সত্যিকারের একজন রাষ্ট্র বিনির্মানকারিকে হারালো যা পূরণ হবার নই।’’
কামরুল আহাসান লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক!’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।