Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপসর্গে মৃত ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনা উপসর্গ সর্দি, জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

যশোর ব্যুরো জানায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেণ্টারে গতকাল করোনার টেস্টের ফলাফলে যবিপ্রবির ল্যাবে ৯৩ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। যবিপ্রবি সূত্র জানায়, যশোরের ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের, মাগুরার ৫০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও সাতক্ষীরার ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের নমুনাতে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ এবং ২০২ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

বরিশাল ব্যুরো জানায়, বরিশাল,পটুয়াখালী ও পিরোজপুরে সংক্রমণ আশঙ্কাজনভাবে বৃদ্ধির ফলে দক্ষিণাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ ঝুঁকিপূর্ণ পর্যায়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে ৬ জেলায় আক্রান্তের সংখ্যা আগের দিনের ১০৮ থেকে ১২১-এ বৃদ্ধি পেয়েছে। এসময়ে বরগুনা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে দুজনের। ফলে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণের সংখ্যা সরকারিভাবে প্রায় সাড়ে ৪ হাজারে পৌঁছালো। মৃত্যু হয়েছে ৮৮ জনের। বরগুনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীও করোনা সংক্রমনের শিকার। তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে এযাবতকালের সর্বোচ্চ, ১৯৬ জন সহ মোট ১ হাজার ৮২৯ জনের সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ এখন পর্যন্ত সুস্থ সমাজ ও স্বাস্থ্য বিভাগকে কোন ধরনের স্বস্তি দিচ্ছে না। একদিন আক্রান্তের সংখ্যা কমলেও পরের তিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও করোনা ওয়ার্ড দুটিতেও রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে নতুন ৯ জনকে ভর্তি করা হলেও এসময়ে ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়। তবে এর পরেও চিকিৎসাধীন ছিল ৭৬ জন। করোনা ওয়ার্ডেও ২ জনকে ভর্তি ও ৩ জনকে ছাড়পত্র দেয়ার পারে ৬১ জন চিকিৎসাধীন ছিল। এপর্যন্ত হাসপাতালটির এ দুটি ওয়ার্ডে ভর্তিকৃত ৯৩৯ জনের মধ্যে ৬৬৭ জনকে ছাড়পত্র দেয়া হলেও মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এরমধ্যে করোনা ওয়াডের্ই এপর্যন্ত ভর্তিকৃত ৩৫৮ জনের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে গত ১জুলাই দক্ষিণাঞ্চলে আক্রান্তের সংখ্যা ৬৯-এ হ্রাস পেলেও ৪ জলাই তা ১৪২-এ উন্নীত হয়। আবার ১৪ জুলাই সংখ্যাটা ৬৬’তে হ্রাস পেলেও পরের দিন থেকে বৃদ্ধি পেয়ে ১২১-এ উন্নীত হল। যা ২৪ ঘণ্টা আগেও ছিল ১০৮। এমনকি ১৪ ও ১৫ জুলাই দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমণে কোন মৃত্যু তা থাকলেও গতকাল দুজনের মৃত্যু সংবাদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ফলে চলতি মাসের প্রথম ১৬ দিনেই আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৩৫৭। মৃত্যু হয়েছে ২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে আক্রান্তের শীর্ষে ছিল বরিশাল। জেলায় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৪ জনের স্থলে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫২।
পটুয়াখালীতে করোনা সংক্রমণের সংখ্যাটা আগের দিনের ২৯ থেকে প্রায় দ্বিগুণ, ১৫ থেকে ২৯এ উন্নীত হয়েছে । জেলায় এ পর্যন্ত মোট ৭৫২ আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে ২৫ জনের। পিরোজপুরেও আগের দিনের ১০ থেকে গতকাল সংক্রমণের সংখ্যা ১৫’তে বৃদ্ধি পেয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। আক্রান্তর সংখ্যা সরকারি হিসেবে ৪শ’ ৩৩।

তবে বরগুনাতে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ২৪ থেকে ৯’তে হ্রাস পেলেও এসময়ে মৃত্যু হয়েছে আরো দুজনের। জেলাটিতে এ পর্যন্ত ৪৩৬ জন অক্রান্তের বিপরীতে ৭ জনের মৃত্যু হল। দ্বীপজেলা ভোলাতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ১৫ থেকে ৮-এ হ্রাস পেলেও এ পর্যন্ত ৪১৪ জন আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে ৫ জনের। ঝালকাঠিতেও আগের দিনের ১০ জনের স্থলে আক্রান্তের সংখ্যা ৬ বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে ছোট এ জেলাটিতেও ৩৫৯ জন আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে ১১ জনের।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। একই সময় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১৬ জন।

দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, গতকাল সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯১ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১১৯ জন এবং সুস্থ হয়েছেন ৩৬৬৩ জন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৬০ জন, নওগাঁর ৪১ জন, নাটোরের ১ জন, জয়পুরহাটে ১ জন, বগুড়ায় ৪৫ জন, সিরাজগঞ্জে ৩৩ জন ও পাবনায় ১৩।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৩৯২৩ জন। এছাড়াও মহানগরীতে ১৫০৫ জনসহ রাজশাহী জেলায় ১৯২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জন, নওগাঁয় ৭৩৭ জন, নাটোরে ৩০৬ জন, জয়পুরহাটে ৫৯৮ জন, সিরাজগঞ্জে ৯৫২ জন ও পাবনায় ৬২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১১৯ জন। এর মধ্যে রাজশাহীতে ১৫ জন, নওগাঁয় ১১ জন, নাটোরে একজন, বগুড়ায় ৭৩ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। সরকারি হিসেবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগী মারা যায়নি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ১১৬ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৩৬৬৩ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে রাজশাহীর ৩৭৪, চাঁপাইনবাবগঞ্জে ৯৭ জন, নওগাঁয় ৫১৬ জন, নাটোরে ১০৯ জন, জয়পুরহাট ১৮২ জন, বগুড়ায় ১৯৭৪ জন, সিরাজগঞ্জ ১৫৬ জন ও পাবনায় ২৫৫ জন।

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, চাঁদপুর আরো ১৬জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৮২জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১জন, হাইমচরে ৬ জন, মতলব উত্তরে ৩জন, মতলব দক্ষিণে ১জন এবং কচুয়ায় ৫জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল সকালে ৩৭টি রিপোর্ট আসে । এর মধ্যে ১৬টি পজেটিভ। ২১টি নেগেটিভ। জেলায় ১৩৮২জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৫২৪জন, মতলব দক্ষিণে ১৬২জন, শাহরাস্তিতে ১৪১জন, হাজীগঞ্জে ১৩৪জন, ফরিদগঞ্জে ১৬৬জন, হাইমচরে ১০৬জন, কচুয়ায় ৫৯জন এবং মতলব উত্তরে ৯০জন। চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৫জন , মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনা আক্রান্তে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইস প্রিন্সিপাল ও করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৫ টা ও সকাল ৯ টার দিকে তারা চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল জানান, গত ৬ জুলাই নমুনা দেওয়ার পরদিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি হন সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও সাতক্ষীরা সুন্দরবন সাইন্স এন্ড বিজনেজ কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল মান্নান (৪৫)। ৯ জুলাই তার রিপোর্ট পজেটিভ আসে। গতকাল ভোর ৫ টার দিকে তিনি মারা যান।

অপরদিকে, তালা উপজেলার সুভাষিনী গ্রামের ছত্রনাথ দাসের ছেলে সুভাষ চন্দ্র দাস (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সকাল ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে সাতক্ষীরায় নতুন ২৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে র‌্যাব, পুলিশ ও ব্যাংক কর্মকর্তা কর্মচারিও রয়েছেন। গতকাল বিকালে করোনা পজিটিভের বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য জানান।

নতুন আক্রান্তরা হলেন, খুলনা র‌্যাব ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কাজী রমিউজ্জামান (৪৫), সদর থানার কনস্টেবল মো. শহিদুল ইসলাম (২৮), কালিগঞ্জ থানার এ এস আই অনুপ কুমার দাস (৪০), কনস্টেবল নাজমুল আলম (২৩), কনস্টেবল রিক্তা পারভীন (২৬), দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের দেবাশীষ রায় (৪৮), সখিপুর গ্রামের এস,কে মাহমুদ (৬৫), বহেরা গ্রামের মোজাম্মেল হোসেন (৫৬), সাতক্ষীরা সদরের আগরদাড়ি গ্রামের মাছুরা (৩৩), রাজার বাগান কলেজ রোডের আয়েশা হীরা (৩৮), সিসিটি, সি এস অফিসের রেজাউল ইসলাম (৫৮), জেলা বিশেষ শাখার এস,এম আইয়ুবুর রহমান ( বয়স উল্লেখ নেই), কামালনগরের কিসমত আলম (৫৫), একই পরিবারের অনু (২৮), ইসলামী ব্যাংক কালিগঞ্জ উপজেলা শাখার এ,এইস,এম খায়রুল্লাহ (৩৬), একই ব্যাংকের মোঃ হাবিবুর রহমান (৪০),ফয়সাল মাহমুদ (৩২), সিদ্দিকুর রহমান (৪১), মোঃ খায়রুল ইসলাম (২৪), সাইফুল্লাহ (৪০), কালিগঞ্জ রহিমপুর বাজার গ্রামের এস,কে আব্দুর রাজ্জাক (৩২), তালা উপজেলার অভয়তলা গ্রামের শওকত (৭৮), শ্যামনগরের বয়ারসিং গ্রামের অলিউল্লাহ (৩৮),আশাশুনি উপজেলার কলিমাখালি গ্রামের ফারজানা সুলতানা (১৬), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মিতা কবিরাজ (২৭)। এ নিয়ে জেলায় মোট ৪৫৯ জন করোনায় আক্রান্ত হলেন।

নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় এক চিকিৎসক ও ৬ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে মোট ৪১ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩৭ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, আত্রাই, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলায় ১ জন করে, মান্দা, বদলগাছি ও পতœীতলা উপজেলায় ২ জন করে, নিয়ামতপুর উপজেলায় ৪ জন, সাপাহার উপজেলায় ১২ জন এবং পোরশা উপজেলায় ১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৫১৬ জন। এদিকে, নওগাঁর নিয়ামতপুরে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এই শিক্ষক (৬৫) নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মৃত্যুর আগপর্যন্ত নিয়ামতপুর উত্তরা মডেল কিন্ডারগার্টেন স্কুলে কর্মরত ছিলেন। তিনি উপজেলার মুড়িহারী গ্রামের বাসিন্দা।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে নতুন করে মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেণ্টারের ৪ পুলিশসহ জেলায় ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় সর্বমোট আক্রান্ত ১ হাজার ৪২ জন। আক্রান্তদের মধ্যে মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেণ্টারের ৪ পুলিশ সদস্যসহ ৯ জন ও দেলদুয়ারে ৩ জন রয়েছে।

এদের মধ্যে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৮৭ জন। মোট মৃত্যুবরণ করেছে ২১ জন। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৪১৬ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ১৭৮ টি। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান গতকাল এ তথ্য জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মোট ৩২ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৫ জন চিকিৎসাধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত আওয়ামী লীগ নেতাসহ ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা (৪৮) ও কাশিয়ানী সদরের ওষুধ ব্যবসায়ী মাহফুজ মোল্লা (৬০)।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ১২ জুলাই রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার শরীরে করোনা শনাক্ত হয়। এ দিনই তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরে স্বজনরা তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করে। বুধবার রাত ৯ টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে, গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৯১ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২১ জন।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনা পরীক্ষা করার জন্য ৭৫ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়েছিলো। এর মধ্যে নতুন করে ৪২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। গতকাল সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৯ জন, টুঙ্গিপাড়ায় ৪ জন মুকসুদপুরে ৭ জন ও কোটালীপাড়ায় ৬ জন কাশিয়ানী ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন । সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেণ্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত ৬৪৩৩ টি নমূনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে মুকসুদপুরে ২১৭ জন, কাশিয়ানীতে ২০৭ জন, গোপালগঞ্জ সদরে ৩৫৬ জন, টুঙ্গিপাড়ায় ১৮৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৭২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৭০ জন। গত বুধবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, বুধবার কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জেলার মোট ১৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে হাজার ১৯টি নমুনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৪ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, মিরপুর উপজেলায় ১ জন ও কুমারখালি উপজেলার ১ জনসহ মোট ১৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৭০ জন। এখনো পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৫৬১ জন রোগী। কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানা হাউজিং বি ব¬ক ১ জন, উকিলপাড়া উপজেলা মোড় ১ জন, হররা ডক্টরপাড়া ২ জন, ঝাউদিয়া বাজার ১ জন, কোর্টপাড়া ১ জন, জুগিয়া ১ জন, আমলাপাড়া ২ জন, বারইপাড়া ১ জন, কেজিএইচ ১ জন, সনো হসপিটাল ১ জন, কুটিপাড়া ১ জন, কুমারগাড়া ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা এলজিইডি অফিস, আল্লারদর্গা, কাপড়পোড়া। কুমারখালী উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা বরুলিয়া। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা পাহাড়পুর।

নীলফামারী সংবাদদাতা জানান, নীলফামারী উত্তরা ইপিজেডের বিভিন্ন কোম্পানীতে কর্মরত ২৪ চীনা নাগরিকসহ নতুন করে জেলায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার রাতে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩৬ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, নতুন ৩৮ জনের মধ্যে রয়েছে নীলফামারী সদর উপজেলায় উত্তরা ইপিজেডের ২৪ জনসহ ৩৩জন, জলঢাকা উপজেলায় ২জন, সৈয়দপুর উপজেলায় ২ জন ও ডিমলা উপজেলায় ১ জন ।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে আলী আকবর খান (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি গত এক সপ্তাহ ধরে জ্বর, বুকেব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই সকালে তাঁর মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছেন।

পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব পটুয়াখালী কৃষি কলেজের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক চিত্তরঞ্জন বাদল দাস (৭৬) সকাল ১১ টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। হাসপাতাল স‚ত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে জ্বর ,শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে চিত্তরঞ্জন দাস হাসপাতালে ভর্তি হন। গতকাল সকাল আনুমানিক ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি পটুয়াখালী হাসপাতালে মারা যান।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিরোজ মাহমুদ সবদুল ((৪৫)) নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া গ্রামে মারা যান তিনি। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আমহেদ সাঈদ এ তথ্য জানান। সবদুল একই গ্রামের খাদেমুল ইসলাম মÐলের ছেলে।

মানিকগঞ্জ : করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার চার ঘণ্টার ব্যবধানের মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রামকৃষ্ণ (৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকাল পৌনে ১০টার দিকে মারা যান তিনি। রামকৃষ্ণ ঢাকার ধামরাই উপজেলার বাথুলী বেলিশ্বর এলাকার মৃন্ময় গোপালের ছেলে। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তি হাসপাতালটিতে ভর্তি হন।

জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আলাউদ্দিন (৫৬) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিন উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের খুশু আকন্দের ছেলে ও কামরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিল।

ফেনী : ফেনীতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক কলেজশিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একজন এবং অপর দুজন শহরের দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কলেজশিক্ষকের বয়স ৫৩ বছর। তিনি জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বাসিন্দা ও দাগনভূঞা উপজেলার একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন। অপর ২ জনের বয়স ৮০ ও ৮৫ বছর। তারা যথাক্রমে সোনাগাজী ও ফুলগাজী উপজেলার বাসিন্দা।

কুমিল্লা : করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে গত সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন এক যুবক। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান সকালে এ তথ্য জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ