Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘ স্বাস্থ্য খাতে সরকারই দুর্নীতি টিকিয়ে রেখেছে’

সিপিবি’র ভার্চুয়াল সভায় সেলিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০০ এএম

সিপিবি’র নেতারা বলেছেন, সা¤প্রতিক সময়ে স্বাস্থ্যখাতের দুর্নীতির যেসব ঘটনা প্রকাশ্যে এসেছে, তার দায় সরকার কিছুতেই এড়াতে পারে না। দুর্নীতির ব্যবস্থাটা সরকারই পরিচালনা করছে এবং তাকে টিকিয়ে রেখেছে। গতকাল বুধবার পার্টির ‘কভিড-১৯ রেসপন্স টিমের ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় নেতৃবৃন্দ বলেন, করোনাকালে বড় বড় দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এলেও, সেসবের কোনো বিচার হচ্ছে না। ব্যাপকভাবে আলোচিত ‘এন-৯৫ মাস্ক দুর্নীতি’র এখনো কোনো বিচার হয়নি। দুর্নীতি এতটাই ব্যাপকভাবে ঘটছে যে, সরকার দুর্নীতির সব ঘটনাকে লুকিয়ে রাখতে পারছে না। তারা আরো বলেন, রিজেন্ট গ্রুপের চেয়াম্যান সাহেদ করিম, জেকেজির চেয়ারম্যান সাবরিনা আরিফ, জেকেজি’র প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ কয়েজন দুর্নীতিবাজকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া যথেষ্ট নয়। দুর্নীতির সঙ্গে যুক্ত সরকারের বিভিন্ন পর্যায়ের ‘রাঘব বোয়ালদের দৃষ্টান্তম‚লক শাস্তির আওতায় নিয়ে আসাটা জরুরি।
সভায় নেতৃবৃন্দ দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি গণবিরোধী ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধেও সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য ল²ী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন ও অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ