Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ১৫ আগস্ট পর্যন্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে দেয় বিএনপি। কয়েক দফায় এই স্থগিতাদেশ বর্ধিত করা হয়েছে। এখনো করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বোমুখি থাকায় পুনরায় সাংগঠনিক কার্যক্রম ও গঠন-পুনর্গঠন প্রক্রিয়ার স্থগিতাদেশের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ি দলটির সাংগঠনিক কার্যক্রম, গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞীপ্ততে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষিতে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে এই সময়ে দেশব্যাপী সকল স্তরের ইউনিট সমূহের নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট কমিটির সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যহত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ