পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুর্নীতিগ্রস্থ ও বহুমুখী বিতর্কের জন্ম দেয়া বর্তমান স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনিয়ম স্বেচ্ছাচারিতার লজ্জাজনক নজির হয়ে থাকবে। বাংলাদেশ নেজাােমে ইসলাম পার্টির আমীর প্রিন্সিপাল আল্লামা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার আজ বুধবার এক যুক্ত বিবৃতিতে একথা বলেন।
নেতৃদ্বয় আরও বলেন, সারা বিশ্ব এই করোনা মহামারী মোকাবিলায় যেখানে আরও বেশি মানবিক ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। মানুষের জন্য মানুষ সাহায্যের হাত প্রসারিত করছে সেই একই পরিস্থিতিতে আমাদের দুর্নীতিগ্রস্থ স্বাস্থ্য মন্ত্রনালয় লুটপাট ও অনিয়ম আর বাণিজ্যিক পসরা সাজিয়ে বসেছে।
বিশেষ করে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি'র মতো নোংরা ঘটনা সারা বিশ্বে জাতি হিসেবে আমাদেরকে লজ্জায় ফেলে দিয়েছে। এর দায় কোনভাবেই স্বাস্থ্য মন্ত্রনালয় এড়াতে পারবে না। নেতৃদ্বয় ইতোমধ্যে ব্যর্থতার পরিচয় দেয়া স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ এবং জেকেজি ও রিজেন্ট কান্ডের হোতা ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।