পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এক হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চাল রফতানিকারক প্রতিষ্ঠান এফসি ট্রেডিং কর্পোরেশন এর আবেদনের প্রেক্ষিতে এ অনুমতি দেয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। স¤প্রতি এফসি ট্রেডিং করপোরেশনের মাধ্যমে এ চাল রফতানির অনুমোদন দিয়ে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে চিঠি দিয়েছে বণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরকে বলা হয়েছে।
এ চাল রফতানির ক্ষেত্রে বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তগুলো হচ্ছে- রফতানির নীতি ২০১৮-২০২১ অনুসরণ করতে হবে। রফতানিযোগ্য সুগন্ধি চাল ট্রান্সপারেন্ট প্যাকেটে প্যাকেটজাত করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। এছাড়া রফতানিকৃত সুগন্ধি চাল জাহাজীকরণ শেষে রফতানি সংক্রান্ত সংশ্লিষ্ট সকল কাগজ বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। পাশাপাশি এই অনুমতির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।