Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে প্রতি উপজেলায় ২০ হাজার চারা বিতরণ করবে বনবিভাগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ১২:৪৫ এএম

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বন বিভাগ চট্টগ্রামের প্রতি উপজেলায় ২০ হাজার ৩২৫ টি করে ফল, বনজ ও ভেষজ চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচী বাস্তবায়নকল্পে অনুষ্ঠিত জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বখতিয়ার নূর সিদ্দিকী জানান জেলার প্রতি উপজেলায় বিনামূল্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ২ লাখ ৮৫ হাজার চারা উত্তোলন করেছে। এছাড়া সংসদ সদস্যদের মাধ্যমে বিতরণের জন্য ৫ হাজার করে চারা বরাদ্দ রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ