Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে আমুর জন্য দোয়া

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হওয়ায় ঝালকাঠি পৌরসভায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করেন মেয়র লিয়াকত আলী তালুকদার।
মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমির হোসেন আমুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে করোনাভাইরাস মুক্তির জন্যও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোক্তার হোসেন। দোয়ায় অংশ নেন ঝালকাঠি পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, কাউন্সিলর ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, কাউন্সিলর ও সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মুনাজাতে অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ