Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানের পানিতে ভাসছে খামারির মাছ

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

আকস্মিক দুবারের বন্যায় সুনামগঞ্জে সবকটি উপজেলায় মৎস্য খামারিদের মাছ বানের পানিতে ভেসে গেছে। এতে ক্ষতি ৩০ কোটি টাকা ছাডিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪১৪টি মৎস্য খামারে ৪ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার, দোয়ারা বাজার ৩৭৯টি মৎস্য খামারে ২ কোটি ২৭ লাখ ৪২ হাজার, বিশ্বম্ভপুর ৪৫০টি মৎস্য খামারে ৩ কোটি ৭২ লাখ, জামালগঞ্জ ১৪৭টি মৎস্য খামারে ৯৩ লাখ, ধর্মপাশা ৩৪২টি মৎস্য খামারে ৮ কোটি ৬৬ লাখ ৭০হাজার, ছাতক ২৪৭টি খামারে ৬৯ লাখ, দিরাই ৭৫ টি মৎস্য খামারে ২ কোটি ১ লাখ ৯৭ হাজার, শাল্লা ৬টি খামারে ২৫ লাখ ২০ হাজার, তাহিরপুর ৭০ টি মৎস্য খামারে ৬৪ লাখ ৮ হাজার, জগন্নাথপুর ৪৪০টি মৎস্য খামারে ৩ কোটি ৪০ লাখ ও দক্ষিণ সুনামগঞ্জ ২২০টি মৎস্য খামারে ১ কোটি ৩৫ লাখ ৪০হাজার মোট ২৮ কোটি ৯১লাখ ১১হাজার টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে।
খামারিরা জানিয়েছেন প্রায় সবাই জমি ভাড়া এবং ব্যাংক ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন। বন্যায় পানিতে মাছ ভেসে যাওয়ায় অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন। সা¤প্রতিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা ঘুরে দাড়ানোর জন্য সরকারি প্রণোদনার দাবি জানান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, জেলার প্রতিটি উপজেলার মৎস্য চাষির খোঁজ নিয়েছি সাহস যোগাচ্ছি এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাসহ কয়েকটি উপজেলা নিজে ঘুরে দেখছি। তিনি আরও জানান ২৩ কোটি ২১ লাখ ৪২ হাজার টাকা মাছ এবং, ২ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার টাকার পোনা মাছ ও অবকাঠামো ক্ষতি ২ কোটি ২৫ লাখ টাকাসহ ব্যাপক ক্ষতি হয়েছে জেলার মৎস্য চাষিদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ