Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে : মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পবিত্র ঈদ-উল-আযহায় মুসলমানদের দুটি মূল ওয়াজিব হলো ঈদের নামাজ ও আল্লাহর উদ্দেশে সামর্থবানদের পশু কোরবানি। ধর্মীয় এ বিধান পালনের জন্য নগরীতে কোরবানির পশুর হাট বসানো হচ্ছে। তবে হাটে অবশ্যই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোন শিথিলতার সুযোগ নেই।
তিনি গতকাল সোমবার হাটের ইজারাদারদের সাথে সভায় এসব কথা বলেন। নগর ভবনে অনুষ্টিত সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, ইজারাদারের পক্ষে মোহাম্মদ সাইফুল হুদা জাহাঙ্গীর, মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন।
পশুর হাটগুলোতে লোকসমাগম নিয়ন্ত্রণসহ শুধুমাত্র পশু বাঁধার খুঁটি, ছাউনি, স্বাস্থ্য নিরাপত্তা ও জীবাণুনাশক সামগ্রী বিক্রির দোকান, আইন-শৃংখলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ক্যাম্প ছাড়া আর কোন দোকানপাট থাকবে না। কোন বয়স্ক ব্যক্তি এবং শিশু-কিশোররা পশুর হাটে আসতে পারবেন না এবং পশু ক্রেতার সাথে দুই জনের বেশি যাওয়া যাবে না। কর্পোরেশন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে যা যা দরকার তার সবকিছু করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ