Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় স্বাস্থ্য ঝুঁকিতে নারী-কিশোরী

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সর্ম্পকে প্রয়োজনীয় তথ্যের অভাবে করেনাকালে বাল্য বিয়ে, অল্প বয়সে গর্ভধারণ, গর্ভপাতসহ বিভিন্ন প্রকার ঘটনা ঘটছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে নারী ও কিশোরীর প্রজনন স্বাস্থ্য। এদিকে, গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব ও পরবর্তী সেবা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। কারণ এখনও দেশের ১২ ভাগ নারী-কিশোরী তাদের স্বাস্থ্য অধিকার সম্পর্কে পুরোপুরি অন্ধকারে। আগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করলেও করোনার প্রভাবে বর্তমানে এ ধরণের কর্মকান্ড অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এমনকী জেলা-উপজেলা পর্যায়ে যাতায়াতসহ বিভিন্ন প্রতিকূলতা পার হয়ে নারীরা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে রয়েছে জনবল সঙ্কট। ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে নারী ও কিশোরী স্বাস্থ্য। এই বাস্তবতায় আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। এরই ধারবাহিকতায় প্রতি বছর বাংলাদেশও নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে। তবে করোনা পরিস্থিতির কারনে এ বছর দিবসটি উপলক্ষে সকাল ১১টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী ও শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। একইসঙ্গে মিডিয়া অ্যাওয়ার্ড ও মিডিয়া ফেলোশিপ ২০২০ প্রদান করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ