পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর নিউমার্কেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিউমার্কেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মানিকগঞ্জের আটিগ্রাম এলাকার সাদেক আলীর ছেলে। স্ত্রী ও দুই ছেলে নিয়ে তিনি গ্রামেই থাকতেন।
ট্রাকের হেলপার আল আমিন হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে তারা মানিকগঞ্জ থেকে ট্রাকে করে মাটির পাতিল নিয়ে ঢাকার পোস্তগোলা আসতেছিলেন। পথে নিউমার্কেট এলাকায় সিগনালে সামনের একটি কাভার্ডভ্যান ইনডিকেটর না দিয়েই ডান দিকে চাপিয়ে দেয়। তখন দেলোয়ার ব্রেক করতে না পারলে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগে ট্রাকের। এতে ট্রাকের ভেতরে থাকা অবস্থায়ই গুরুতর আহত হন। পরে দ্রæত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গতকাল ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।