Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

ক্যাবল নেটওয়ার্কে টিভিক্রমে ব্যত্যয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার শুরুর তারিখের ক্রমানুসারে সম্প্রচারের সরকারী নির্দেশনা অনুসরণে ব্যর্থ হওয়ায় দু’টি প্রতিষ্ঠানকে পৃথক ২টি মামলায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুসারে জরিমানা করা হয়েছে। ক্যাবল নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটর দু’টি প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের নেশনওয়াইড মিডিয়া লিমিটেড ও মোহাম্মদী গ্রুপের জাদু ভিশন লিমিটেডকে গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধিনে পরিচালিত অভিযানে নিয়মভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সাথে আলোচনাক্রমে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাবল নেটওয়ার্কে প্রথমে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এবং এরপর বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার শুরুর তারিখের ক্রমানুসারে সম্প্রচারের নিয়ম। পূর্বে নেটওয়ার্ক অপারেটররা তাদের মর্জি মাফিক চ্যানেলগুলোর ক্রম ঠিক করতো এবং প্রথমদিকে স্থান পাবার জন্য, এমনকি কোনো এলাকায় টিভি চ্যানেল যাতে দেখা না যায় সেজন্যও অসুস্থ প্রতিযোগিতার নানা অভিযোগ ছিল।
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে প্রত্যেক জেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এটিকে নিয়মের মধ্যে আনা হয়। এ বিষয়টি তদারকের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমান নির্দেশনা মোতাবেক সম্প্রচার শুরুর তারিখ অনুসারে পূর্ণ সম্প্রচারে থাকা ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ক্যাবল নেটওয়ার্কে প্রদর্শনের ক্রমবিন্যাসটি নিম্নরূপ : ১. এটিএন বাংলা- ১৫-০৭-১৯৯৭; ২. চ্যানেল আই- ০১-১০-১৯৯৯; ৩. ইটিভি- ১৪-০৪-২০০০; ৪. এনটিভি- ০৩-০৭-২০০৩; ৫. আরটিভি- ২৬-১২-২০০৫ ; ৬. বৈশাখী টিভি- ২৭-১২-২০০৫; ৭. বাংলাভিশন টিভি- ৩১-০৩-২০০৬; ৮. দেশ টিভি- ২৬-০৩-২০০৯; ৯. মাই টিভি- ১৫-০৪-২০১০; ১০. এটিএন নিউজ- ০৭-০৬-২০১০; ১১. মোহনা টিভি- ১১-১১-২০১০; ১২. বিজয় টিভি- ২০-১২-২০১০; ১৩. সময় টিভি- ১৭-০৪-২০১১; ১৪. ইন্ডিপেনডেন্ট টিভি- ২৭-০৭-২০১১; ১৫. মাছরাঙ্গা টিভি- ৩০-০৭-২০১১; ১৬. চ্যানেল ৯- ৩০-০১-২০১২; ১৭. চ্যানেল ২৪- ২৪-০৫-২০১২; ১৮. গাজী টিভি- ১২-০৬-২০১২; ১৯. চ্যানেল ৭১- ২১-০৬-২০১২; ২০. এশিয়ান টিভি- ১৮-০১-২০১৩; ২১. এসএ টিভি- ১৯-০১-২০১৩; ২২. গানবাংলা টিভি- ১৬-১২-২০১৩; ২৩. যমুনা টিভি- ০৫-০৪-২০১৪; ২৪. দীপ্ত টিভি- ১২-১২-২০১৫; ২৫. ডিবিসি নিউজ- ২১-০৯-২০১৬; ২৬. নিউজ ২৪- ২৮-০৭-২০১৬; ২৭. বাংলা টিভি- ১৯-০৫-২০১৭; ২৮. দুরন্ত টিভি- ১৫-১০-২০১৭; ২৯. নাগরিক টিভি- ০১-০৩-২০১৮; ৩০. আনন্দ টিভি- ০৩-১১-২০১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ