Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাবের মুখপাত্রের দায়িত্বে লে. কর্নেল আশিক বিল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল আশিক বিল্লাহ। গতকাল সন্ধ্যায় এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় সরকার। র‌্যাবের নতুন এই মুখপাত্র লে. কর্নেল সারওয়ার বিন কাশেমের স্থলাভিষিক্ত হয়েছেন।
জানা গেছে, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখাসহ গোয়েন্দা শাখার দায়িত্ব পালন করছিলেন লে. কর্নেল সারওয়ার। এখন থেকে বাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া বর্তমানে র‌্যাব-১১ এর সিও’র দায়িত্ব থাকা লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার র‌্যাব-২ এর সিও’র দায়িত্ব পাচ্ছেন।
এদিকে, লে. কর্নেল আশিক বিল্লাহ গত বছরের ৩ ফেব্রুয়ারি র‌্যাব-২ এর সিও’র দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান, মোহাম্মদপুর, ধানমন্ডির কিশোর গ্যাংয়ের আধিপত্য বন্ধে ব্যাপক ভূমিকা রাখেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ