Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাণে বাঁচলো ১২ জন

তিস্তায় নৌকাডুবি নিঃস্ব মুকুল মিয়া

বগুড়া ব্যুরো ও পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

রংপুরের পীরগাছায় তিস্তা নদী ভাঙনের হাত থেকে ঘরবাড়ি ও আসবাবপত্র নিয়ে পাড়ি জমালেও শেষ রক্ষা হয়নি মুুকুল মিয়ার। মাঝ নদীতে নৌকা ডুবে ঘরবাড়ি, আসবাবপত্র, গরু-ছাগলসহ সব তলিয়ে গেছে। এসময় পরিবার পরিজন নিয়ে সাঁতার কেটে জীবন বাঁচাতে পারলেও সব হারিয়ে সে এখন নিঃস্ব। গতকাল উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ইউনিয়নের ২নং গাবুড়া গ্রামের সোহরাব মিয়ার ছেলে মুকুল মিয়া নদী ভাঙনের কবলে পড়ে বুধবার সাড়ে ১১টায় ঘরবাড়ি, আসবাবপত্র, গরু, ছাগলসহ ১০/১২ জন লোক নিয়ে বাঁধে আশ্রয় নিতে রওনা হন। এসময় হাগুরিয়া হাসিম গ্রামের কাছে পৌঁছলে নৌকাটি প্রবল স্রোতে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে নৌকাটি ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু, ধান-চাউলসহ তলিয়ে যায়। এসময় নৌকায় থাকা ওই পরিবারের ১০/১২ জন পাড়ে উঠেন। বর্তমানে পরিবারটি শিবদেব বোল্ডারের পাড় বাঁধে আশ্রয় নিয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান তাৎক্ষনিকভাবে ওই পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও নৌকায় মাঝি মকবুল হোসেনকে ১০ হাজার টাকা প্রদান করেন। এসময় ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ