পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিচারিক আদালতের ভার্চুয়াল বেঞ্চে চলছে আত্মসমর্পণ এবং জামিন আবেদন গ্রহণ। গৃহীত আবেদনের পরিপ্রেক্ষিতে ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট আইনজীবীদের জানিয়ে দেয়া হবে আসামিদের আত্মসমর্পণ শুনানির তারিখ। এছাড়া এনআই অ্যাক্টে দায়েরকৃত চেক ডিজঅনার মামলাও গ্রহণ করছে ভার্চুয়াল বেঞ্চ। এসব মামলার শুনানির তারিখও জানানো হবে ই-মেইলের মাধ্যমেই।
এ বিষয়ে আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়েছে, গত ৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামিরা অধস্তন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। আত্মসমর্পণের আগে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। ফিরতি ই-মেইলে জানিয়ে দেয়া হবে কবে আসামিকে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে গত ৪ জুলাই সুপ্রিম কোর্ট প্রশাসন আসামির আত্মসমর্পণ সম্পর্কে আদেশ জারি করে। এতে বলা হয়, আত্মসমর্পণের দরখাস্ত প্রত্যেক কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ই-মেইলে দাখিল করতে হবে। আদালতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আত্মসমর্পণের দরখাস্ত ই-মেইলে প্রাপ্তির পর আসামির আত্মসমর্পণ ও দরখাস্ত শুনানির তারিখ ও সময় সুষ্পষ্টভাবে উল্লেখ করে আইনজীবীকে ফিরতি ই-মেইলে জানিয়ে দেবেন। যেদিন দরখাস্ত দাখিল করা হবে সেদিন শুনানি হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।