Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিনিস্টার’র কোটি কোটি টাকার ঈদ অফার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৮:৩৪ পিএম

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশীয় ইলেক্ট্রনিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এলো ‘মানুষের জন্য মিনিস্টার পণ্য’। এখানে গ্রাহকগণ ‘প্রায় অর্ধেক দামে’ মিনিস্টারের পণ্য কিনতে পারবেন। মিনিস্টার সব সময়ই তাদের গ্রাহকদের জন্য নতুন সব চমকপ্রদ অফার নিয়ে হাজির হয়। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও তারা কোরবানী ঈদ উপলক্ষে দেশের মানুষের জন্য কোটি কোটি টাকার ঈদ অফার নিয়ে হাজির হয়েছে; যা ১ জুলাই ২০২০ থেকে শুরু হয়েছে।

বর্তমানে মহামারী পরিস্থিতিতে মিনিস্টার তাদের পণ্যের পূর্বমূল্যের তুলনায় প্রায় অর্ধেক দাম কমিয়ে দিয়েছে। এছাড়াও এই ঈদে আকর্ষণীয় সব পুরষ্কার জেতার সুযোগ দিচ্ছে মিনিস্টার। সব মিলিয়ে মিনিস্টার এই অফারের মাধ্যমে গ্রাহকরা তার সাধ আর সাধ্যের মেল বন্ধন ঘটাতে পারেন। এই অফার ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভির ক্ষেত্রেই প্রযোজ্য। মিনিস্টাররের শো রুম থেকে এই সকল পণ্য ক্রয় করলে ক্রেতারা পাবেন প্রতি পণ্যের সাথে ১ টি কুপন। আর এ কুপনেই মিলবে আকর্ষণীয় সব পুরস্কার।

এ প্রসঙ্গে মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, আমরা সব সময়ই চেয়েছি আমাদের দেশের মানুষের কথা মাথায় রেখে তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে। সেই লক্ষ্যের সুত্রধরেই দেশের এই দুর্যোগকালীন মুহুর্তে আমরা এবারের এই ঈদ অফারটি বাজারে এনেছি। প্রতিবারের মত এবারও মিনিস্টার গ্রাহকদের জন্য নিয়ে এলো ঈদ অফার। ক্রেতারা ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভি ক্রয় করলে প্রতিটি পণ্যের জন্য ১টি করে কুপন পাবেন। কুপনটির ২টি অংশ থাকবে; ১টি অংশ ক্রেতা নির্ধা্রতি তথ্যাদি পূরণ করে নিজের কাছে সংরক্ষণ করবে এবং অপর অংশ শো-রুম সংরক্ষণ করবে। শো-রুমে সংরক্ষণকৃত কুপনসমূহ নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। আর এই কুপনসমূহের র‌্যাফেল ড্র দু’টি পর্বে অনুষ্ঠিত হবে। কুপনের পুরষ্কার হিসেবে থাকছে মিনিস্টারের ফ্রিজ, এলইডি টিভি, গ্যাস বার্ণারসহ দেশব্যাপী ২ হাজারেরও বেশী আকর্ষণীয় পুরস্কার। আমরা আশা করছি, এবারের ঈদ অফার গ্রাহকদের জন্য একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হবে সাথে কুপনের ব্যবস্থা হবে গ্রাহকদের জন্য ঈদ উপহার।

উল্লেখ্য, মিনিস্টার জন্মলগ্ন থেকেই ‘আমার পণ্য, আমার দেশ গড়ব বাংলাদেশ’ এই সেøাগানকে লালন করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। নিজস্ব ফ্যাক্টরিতে বিশেষজ্ঞ দ্বারা দেশেই তৈরি হচ্ছে মিনিস্টারের সকল পণ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ