Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার - রাষ্ট্রদূত মিলার

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ৫:২০ পিএম

আজ ৪ জুলাই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। প্রতিবছর আমেরিকানরা ৪ জুলাই উদযাপন করে। ১৭৭৬ সালের এই দিনে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছিল। যদিও এই বছর ৪ জুলাই উদযাপন অন্য বছরগুলোর থেকে একদমই আলাদা, তবে স্বাধীনতার চেতনার উদযাপন একইরকম আছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বার্তায় বলেন :

আজ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের জন্মের ২৪৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে আমেরিকার নাগরিক এবং এখানকার ও পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত শুভাকাঙ্খীদের সাথে মিলিত হয়েছে। এই প্রতিকূল সময়ে আমরা আমেরিকা প্রতিষ্ঠার মূলমন্ত্র পুনর্নিশ্চিত করছি সকলকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, এবং জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার। আমাদের জীবনে এই আদর্শগুলো ‘অনেকের ভিতরে এক’ এর প্রতিফলন ঘটাতে অবশ্যই আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।আমাদের বৈচিত্র্য বরাবরই এবং অবশ্যই আমাদের শক্তির উৎস হিসাবে পরিচালিত হয়। শুভ ৪ঠা জুলাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ