পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় স্থান করে নিয়েছে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের করোনা ভাইরাস ভ্যাক্সিন আবিষ্কারের খবর। বাংলাদেশে প্রথমবারের মতো টিকা আবিষ্কারের এমন দাবি বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। দেশীয় কোম্পানির এমন প্রচেষ্টাকে অধিকাংশ মানুষ সাধুবাদ জানিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এগিয়ে যাওয়ার। আবার বিরূপ মন্তব্যও করেছেন কেউ কেউ।
গত বুধবার প্রতিষ্ঠানটি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি করে পশুর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগে সফলতা পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা করোনার ভ্যাকসিনে সফল হয়েছি। এনিমেল পর্যায়ে এটা সফল হয়েছে। এখন আমরা আশা করছি, মানবদেহেও সফলভাবে কাজ করবে আমাদের ভ্যাকসিন।
ফেইসবুকে মো. উল্লাহ মিলন লিখেছেন, ‘‘আমি মহান রব্বুল আলামিনের নিকট হাজারো শুকরিয়া আদায় করছি, অবশ্যই আমাদের দেশের সে স্বক্ষমতা আছে বলেই, আমাদের দেশের গর্বিত সন্তানরা দাবি করেছেন তারা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, ভ্যাকসিন তৈরি করে, আমি আমার সে গর্বিত ভাইদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকলের প্রতি বিনিত ভাবে অনুরোধ করছি।’’
আরকে রাকিব খান লিখেছেন, ‘‘হয়ত সফল হবে, আবার নাও হতে পারে,,, তবে ক্ষুদ্রতম দেশ হিসেবে ভ্যাকসিন আবিস্কারের জন্য ট্রায় করতেছে, এটাই আমামাদের কাছে অনেক বড় পাওয়া।’’
শামিম লস্কর লিখেছেন, ‘‘এই ভ্যাকসিন নিয়ে অবশ্যই কোন রাজনীতিক করবেন না, প্রিয় রাজনৈতিক ভাই ও বোনদের অনুরোধ করছি আমি একজন সাধারন মানুষ হয়ে।’’
আমিনুল ইসলাম লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই।আবিষ্কারক কোম্পানিকে। তবে এটা কার্যকর হয় কিনা এটা এখন আসল বিষয়। যদি কার্যকর হয় দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। আবারও শুভকামনা জানাই।’’
মো: আবু তালেব লিখেছেন, ‘‘আমাদের দেশ চেষ্টা করছে এই জন্য তাদের ধন্যবাদ।আমাদের দেশ যদি সাকসেসফুল নাও হই দয়া করে নিজের দেশকে কেউ ছোট করবেন না। উনারা সাকসেস হক বা নাই হক আসুন আমরা সবাই তাদের উৎসাহিত করি যে আগামীতে তাহারা সাকসেস হক এবং দেশকে বহুদুর এগিয়ে নিয়ে যাক।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।