পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেড (বিএসএল) -এর ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয়ের বোর্ড কক্ষ থেকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বিএসএল’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় কোম্পানীর অন্যতম শেয়ার হোল্ডার হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও কাজী আলমগীর, পরিচালনা পরিষদের পরিচালক মো. খোরশেদ হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, এফসিএ, মোহাম্মদ ইফতেখার হোসেন, অপর শেয়ার হোল্ডার মো. জহুরুল ইসলাম এবং বিএসএল’র সিইও মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।