পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল সকালে পুলিশ ও র্যাবের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও র্যাবের জিডি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের সাথে কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিজান হামলার পর একের পর এক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছি। জঙ্গিদের সক্ষমতা যে পর্যায়ে ছিল সেটি এখন সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। ইমপ্রভাইড বোমা বানানোর মতো এক্সপার্ট এখন আর নেই। তারা কেউ জেলে আছে অথবা বিভিন্ন অভিযানে নিহত হয়েছে। তাদের ছোটখাটো সক্ষমতা থাকতে পারে কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর সক্ষমতা নেই।
তিনি বলেন, এ জঙ্গি হামলায় নিহত আমাদের দুইজন সহকর্মী ও দেশি-বিদেশি নিহত নাগরিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। যারা সরাসরি এই ঘটনায় জড়িত ছিল তারা সেনাবাহিনীর অভিযানে ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করি এবং সবার সাজা হয়েছে। এর মধ্যে সাতজন আদালতে আপিল করেছে।
র্যাব প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সফলতার সঙ্গে জঙ্গিদের সক্ষমতা ভেঙে দেয়া হয়েছে। তবে আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদের বিরুদ্ধে যে সফলতা অর্জন করেছি সেই সফলতাকে ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে। জঙ্গিরা যখনই কোনো পরিকল্পনা করছে গোয়েন্দা তথ্য অনুযায়ী কাজ করছি এবং তাদের আটক করতে সক্ষম হচ্ছি। হলি আর্টিসানে হামলার ঘটনার আগে থেকেই দেশের জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। এখন পর্যন্ত র্যাব দুই হাজারেরও অধিক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাব ডিজি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্ব জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি, জঙ্গিবিরোধী কার্যক্রম সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এই সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।