Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারডেম হাসপাতালের অস্থায়ী চিকিৎসকদের কর্ম বিরতি

বকেয়া বেতনের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণ ও সুরক্ষাসামগ্রী সরবরাহ করাসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বারডেম হাসপাতালের অস্থায়ী চিকিৎসকরা। গতকাল সকালে হাসপাতাল চত্ত¡রে কর্মবিরতি অংশ হিসেবে মানববন্ধনও করেন তারা।

এদিকে, চিকিৎসা সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। মহামারির এই দুযোর্গকালে অনেকেই এসেছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। হঠাৎ কর্মবিরতিতে ক্ষুব্ধ তারা। অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসরা বলছেন, করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিলেও, কর্তৃপক্ষ তাদের বেতন কমানোসহ নানা প্রতিক‚ল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। উল্লেখ্য, ৫৭১ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ