পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশবাসী এমনিতেই পর্যুদস্ত। দুঃসময় কাটাচ্ছেন মানুষ। ভয়-ভীতি ও অর্থনৈতিক মন্দায় সবাই অস্থির। সরকারও দৃষ্টি দিচ্ছে এমন দুঃসময়ে। অন্যদিকে পানিবিন্দ হয়ে পড়েছেন বিভিন্ন এলাকার লোকজন। এই বিপন্ন মানুষের পাশে সরকারের সহায়তার হাত বাড়িয়ে দেয়া উচিত। গতকাল এক ভিডিও বার্তায় তিনি এ আহবান জানান।
জিএম কাদের বলেন, করোনার পাশাপাশি দেশে নতুনভাবে আরও একটি সমস্যার উদ্ভব হচ্ছে, তা হলো উত্তরবঙ্গের সব নদ-নদীর পানি বেড়েছে। তিস্তা ও ধরলার পানি অতি দ্রæত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, চরাঞ্চল ডুবে গেছে। এসব এলাকায় বসবাসকারী গরিব মানুষগুলো নানা কষ্টের সম্মুখীন হচ্ছেন। পানিবন্দি মানুষের মাঝে খাদ্যের অভাব, চিকিৎসার অভাব দেখা দিয়েছে। মাথা গোজার ঠাঁইয়ের জন্য ছোটাছুটি করছেন তারা।
জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, আমি মনে করি করোনার কারণে পানিবন্দি দুর্গত মানুষদের দূরে সরিয়ে রাখতে পারি না। উত্তরাঞ্চলের পানিবন্দি মানুষের জন্য চিন্তা করতে হবে। সরকার যেন পানিবন্দি মানুষের পাশে দাঁড়ায় এবং যথাযথ সহযোগিতা করে। এই মুহূর্তে দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। বিত্তবান এবং রাজনৈতিক দলও যেন তাদের পাশে দাঁড়ায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।