Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িগঙ্গা নৌ-দুর্ঘটনা মূলত একটি হত্যাকান্ড

বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের পদত্যাগের দাবি মানববন্ধন কর্মসূচিতে ইশা ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

সম্প্রতি বুড়িগঙ্গা নৌ-দুর্ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। মূলত এটি একটি হত্যাকান্ড। অবহেলাজনিত এই দুর্ঘটনার দায়ে বিআইডব্লিউটিএ‘র চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। নৌ-দুর্ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও ভবিষ্যতে নৌ দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল বুধবার রাজধানী ঢাকাসহ দশটি জেলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে বুড়িগঙ্গায় নৌ-দুর্ঘটনার বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ জেলা, মহানগর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষীপুর, বরিশাল জেলা, মহাগনগর, ভোলা উত্তর, পটুয়াখালী, বরগুনায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনগুলোতে বক্তারা আরো বলেন, বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনার যদি সুষ্ঠু বিচার না হয় তবে কেন্দ্রের ঘোষণা সাপেক্ষে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শাখা সভাপতি রিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জে আয়োজিত পৃথক দুটি মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি শিব্বির আহমাদ এবং নগর সভাপতি ইমদাদুল হক, মুন্সীগঞ্জে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ আল আমিন, শরীয়তপুরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ইলিয়াছ হোসাইন, চাঁদপুরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন, লক্ষীপুরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ রাশেদুল ইসলাম, বরিশালে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুইনুল ইসলাম, নগর সভাপতি রেজাউল করীম, ভোলায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ আবুল হাশেম, পটুয়াখালীতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ইলিয়াস আহমাদ এবং বরগুনায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আনিসুর রহমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ