পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলে স্ত্রীকে হত্যা করে হাত-পা বেঁধে বন্যায় নিমজ্জিত পাট ক্ষেতে লাশ ফেলে দিয়ে স্বামী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চরাঞ্চল পাড়াসাদুয়া গ্রামের শুকুর আলীর মেয়ে নাসিমা আক্তার ছবিরনের (৩০) প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হলে তার দুই কন্যাকে বাবার বাড়িতে রেখে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকুরি করতে থাকে। এ সময়ে মধু মিয়া (৩৮) নামে এক প্রবাসীর সাথে নাসিমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই প্রেমের টানে মধু মিয়া দেশে ফিরে এলে ১ বছর আগে তাদের বিয়ে হয়। মধু মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। বিয়ের পর থেকেই তারা স্বামী-স্ত্রী দুজনেই ঢাকাতেই বসবাস করতে থাকে।
করোনাভাইরাসের কারণে তারা দুজনেই নাসিমার বাবার বাড়িতেই বসবাস করতে থাকেন। এরই মধ্যে বন্যা শুরু হলে নাসিমার বাবার বাড়ি কোমর পানিতে নিমজ্জিত হয়। এ অবস্থায় ওই বাড়ির লোকজন পার্শ্ববর্তী উঁচু বাড়িতে অবস্থান নিলেও নাসিমা ও তার স্বামী মধু মিয়া সেখানেই উচু বিছানা বানিয়ে রাত যাপন করতে থাকে। গত মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে নাসিমার ভাই জাহাঙ্গীর আলমসহ কয়েকজন বন্যার পানি ভেঙে ওই বাড়িতে ঢুকে তাদের দেখা না পেয়ে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে ৫০ গজ দূরে পাট ক্ষেতে নাসিমার হাত-পা বাঁধা লাশ ভেসে উঠে।
এরপর খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নাসিমার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নাসিমার ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, আসামি গ্রেফতারে জোর তৎপরতা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।