পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল পদ্ধতি অনুসরণ কওে অধস্তন আদালতে দেওয়ানি মামলার কার্যক্রম চলবে-মর্মে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারের মো. আলী আকবর এ বিজ্ঞপ্তি জারি করেন।
এতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই মর্মে সিদ্ধান্ত নিয়েছেন যে, স্বাস্থ্যসেবা বিভাগের জারিকৃত স্বাস্থ্যবিধি এবং শারীরীক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন দেওয়ানি আদালতের সংশ্লিষ্ট সেরেস্তায় মোকদ্দমা ও আপিল দায়ের করা যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেওয়ানি আদালতসমূহ স্ব-স্ব সেরেস্তায় শারীরীক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য মোকদ্দমা ও আপিল দায়ের/ গ্রহণের প্রয়োজনীয় পদ্ধতি নির্ধারণ করবে। দেওয়ানি মোকদ্দমা ও আপিল গ্রহণ করে সংশ্লিষ্ট আদালত দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে সমন জারি করবেন। ‘সুপ্রিম কোর্টের ১৫ জুনের বিজ্ঞপ্তি মূলে প্রচারিত নির্দেশনার ধারাবাহিকতায় অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহ অতি জরুরি বিষয়সমূহ শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা সংক্রমণ রোধে বিচারক ও আইনজীবীসহ অন্যান্য সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে পরিচালিত আদালতের কার্যক্রম একটি সাময়িক ব্যবস্থা। পরিস্থিতির উন্নতি হলে পূর্ব প্রচলিত পদ্ধতি অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হবে। ভার্চুয়াল শুনানির মাধ্যমে পরিচালিত আদালতের কার্যক্রমকে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।