পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেতে বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করতে হবে। আল্লাহর পথে ফিরে এলেই সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে। ঈমানী তাকওয়া অর্জনের মাধ্যমেই আল্লাহপাকের নৈকট্য লাভ করা যাবে। আজ মঙ্গলবার মোহাম্মদপুর জামিআ রাহমানিয়া মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দলের সাবেক সিনিয়র নায়েবে আমীর আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আল্লামা যোবায়ের আহমদ আনসারী (রহ.) এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
দলের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা নিয়ামতুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা রুহুল আমীন খান, মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আতিক উল্লাহ ও মুফতি আব্দুল্লাহ নাটোরী।
সভায় আনসারী (রহ.) এর রূহের মাগফিরাত কামনা, করোনা ভাইরাস থেকে মুক্তি ও বন্ধ থাকা দ্বীনের মারকাজগুলো চালুর জন্য আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।