Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

উদ্ধার অভিযান সমাপ্তির পর বুড়িগঙ্গায় ভেসে উঠল আরেক লাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৮:২৮ পিএম

লঞ্চ ডুবির ঘটনায় অভিযান সমাপ্তির আড়াই ঘন্টা পর বুড়িগঙ্গা নদীতে আরেকটি লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। তাকে নিয়ে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে একজন পুরুষের লাশ দুর্ঘটনাস্থলের ৫০ গজের মধ্যে ভেসে ওঠে। তবে লাশটির পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে আর কারো লাশ ভেসে উঠে কি না সেজন্য ফায়ার সার্ভিসের একটি দল সেখানে রয়েছে জানান তিনি।

এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চটি ডুবে যায়। পরে সারা দিন উদ্ধার অভিযানে ৩২ জনের লাশ উদ্ধার করা হয়। আজ সকালে ফের উদ্ধার অভিযান শুরু হয়। এক পর্যায়ে লঞ্চটি টেনে তোলার সময়ে আরেকজনের লাশ পাওয়া যায়। পরে দুপুর আড়াইটায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ