পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিরপুর-১২ এলাকার একটি ভবনে জাল টাকার কারখানায় অভিযান চালায় র্যাব। গতকাল মিরপুর-১২, ই-বøক, ৭ নম্বর রোডের ৬২ নম্বর ভবনে চালানো হয়।
র্যাব-২ এর সিও লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ জাল টাকার কারবারি চক্র জাল টাকা তৈরি ও বাজারে বিক্রি করে আসছিল। দীর্ঘদিন ধরে র্যাব-২ গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে। ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর দুটি স্থানে একসঙ্গে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে পল্লবী-১২ এর একটি বাসায় জাল টাকার কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমান জালটাকা উদ্ধার করা হয়। এছাড়াও জাল টাকা তৈরির উপকরণ জব্দ করা হয়।
তিনি বলেন, বসুন্ধরার ওই বাসায় মূলত জাল টাকার কাগজ প্রসেসিং করা হয়। এরপর জাল টাকায় ফাইনাল প্রসেসিং সুতা সংযুক্ত করা প্রিন্টিংসহ অন্যান্য কাজ পল্লবীতে সম্পন্ন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।