Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:০১ এএম

বগুড়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আরও ৬৯ জন বেড়ে জেলায় মোট ২৭৮২ জন করোনায় আক্রান্ত হলেন। তবে নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ৪৮ জনেই অপরিবর্তিত রয়েছে। এছাড়া সর্বশেষ আরও ৯১ জন করোনা থেকে সুস্থ হয়ে জেলায় সুস্থতার সংখ্যাও বেড়ে ৪৪৩ জনে দাঁড়িয়েছে।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, বগুড়ায় সোমবার সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাব থেকে ৩৩৫টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ১৫ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ১৩৭টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৫৪টি পজিটিভ এসেছে।
নতুন আক্রান্ত ৬৯ জনের মধ্যে ৪৩ জন পুরুষ, ২২ জন নারী এবং ৪ শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৯ জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১৭ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ১৬ জন এবং ৭০ বছরের ঊর্ধ্বে আরও তিনজন আক্রান্ত হয়েছেন।
ব্রিফিং এ ডা. মোস্তাফিজুর রহমান জানান, শজিমেক ও টিএমএসএস এর ফলাফলে পজিটিভ ৬৯ জনের মধ্যে সদরে ৫৫ জন, গাবতলীতে ৬ জন, শাজাহানপুরে ৩ জন, শিবগঞ্জে ৩ জন এবং দুপচাঁচিয়ায় ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে গত রোববার পর্যন্ত জেলায় মোট ১৭৭১৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ১৫২২১ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ