Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করুন-ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৫:২১ পিএম

দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ ও যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠার সময় থেকেই দৈনিক ইনকিলাব সততা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এদেশের আলেম-উলামাসহ কোটি কোটি সাধারণ পাঠকের আস্থা, ভালবাসা ও সুখ্যাতি অর্জন করেছে। একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করে সংবাদপত্রের কণ্ঠরোধের করতেই ইনকিলাব সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। আমরা মামলা দায়েরের তীব্র নিন্দা জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীন সংবাদপত্রের বিরুদ্ধে এ ধরনের মামলা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিরূপ প্রভাব পড়বে। এতে দূর্নীতিবাজ ও অপরাধচক্রের প্রবণতা বৃদ্ধি পাবে। আমরা মনে করি, ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন করে কিছু ধারায় পরিবর্তন আনা আবশ্যক। অন্যথায় দূর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলেই সেই চক্রটি বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে গণমাধ্যমের টুটি চেপে ধরবে।

নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা করে গণমাধ্যমে স্বাধীনতা হরণ কোন ভাল ফল বয়ে আনবে না। আমরা অবিলম্বে ইনকিলাব সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।



 

Show all comments
  • Jack Ali ২৯ জুন, ২০২০, ৬:০৩ পিএম says : 0
    Allah's curse upon that person who lodge a case against Inqilab newspaper.. May Allah wipe out that criminal by Corona Virus. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ