Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রফেসর হলেন ৮ চিকিৎসক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৫:০০ পিএম

প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আটজন চিকিৎসক। এর মধ্যে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের দুইজন, কার্ডিওলজি বিভাগের দুইজন ও শিশু বিভাগের চারজন রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত রোববার (২৯ জুন) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাফেজা আফতাব এবং ডা. মোহম্মদ মাহমুদুজ্জামান। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দীন এবং ডা. প্রবীর কুমার দাশ।

পদোন্নতি পাওয়া শিশু বিভাগের চারজন চিকিৎসক হলেন ডা. সাকিল আহম্মদ, ডা. মো. মুজিবুর রহমান তালুকদার, ডা. নাজমা বেগম এবং ডা. মোহাম্মদ বেলাল উদ্দিন। তারা প্রত্যেকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পেয়েছেন।

প্রেসিডেন্টের আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া চিকিৎসকরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ৩য় গ্রেডে ২০১৫ এর বেতন স্কেলে ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনক্রমে যোগদান করেছেন এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্বের পদ ও কর্মস্থলে কর্মরত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ