Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবাদপত্রের কণ্ঠরোধ করতেই ইনকিলাবের বিরুদ্ধে মামলা-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৪:৫৭ পিএম

দৈনিক ইনকিলাবের অনলাইন ভার্সনে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে পত্রিকাটির সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে জনৈক আইনজীবির ডিজিটাল আইনে মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ সোমবার এক বিবৃতিতে দলের সহসভাপতি বর্ষীয়ান ইসলামী রাজনীতিবিদ আল্লামা আব্দুর রব ইউসুফী বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কারো আপত্তি থাকলে সে বিষয়ে প্রতিবাদ জানানোর বিধান আছে। পত্রিকা কর্তৃপক্ষ আপত্তিকর বিষয়ে সংশোধনী বা প্রতিবাদ প্রকাশ না করলে পরবর্তীতে প্রেস কাউন্সিলে মামলা করা দায়ের করাই নিয়ম। কিন্তু যুগ যুগ ধরে চলে আসা এই রীতি ও বিধান অনুসরণ না করে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে প্রবর্তিত ডিজিটাল নিরাপত্তা নামের বিতর্কিত আইনের অপব্যবহার করে দৈনিক ইনকিলাব সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা সংবাদপত্রের কন্ঠরোধ করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
তিনি বলেন, দৈনিক ইনকিলাব দেশপ্রেমে প্রেরণা যোগানোসহ শক্তিশালী দেশ গঠন, সুস্থ সমাজ বিনির্মাণ, ইসলামী চেতনাবোধকে উজ্জীবিত করা এবং কুশিক্ষা প্রতিরোধ, সুশিক্ষার বিস্তার ও ভিনদেশী ক্ষতিকর সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। যে কারণে দৈনিক ইনকিলাব দেশপ্রেমিক ও ইসলামী চেতনাবোধে উজ্জীবিত জনসাধারণের অন্তরে জায়গা করে নিয়েছে। তাছাড়া যে কোন অনিয়ম, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে তথ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ এবং জনমত তৈরিতে ভূমিকা পালন পত্রপত্রিকা ও মিডিয়ার দায়িত্ব।
আল্লামা ইউসুফী বলেন, আমরা অবিলম্বে দৈনিক ইনকিলাব সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি জনগণের বাকস্বাধীনতা হরণ, ভিন্নমত দমন ও সংবাদপত্রের কণ্ঠরোধে অপব্যবহারের ব্যাপক সুযোগ থাকা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্যও জোর দাবি জানাচ্ছি।
ঢাকা মহানগর জমিয়ত: অপর এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী ইনকিলাবের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র রাজনৈতিক দমন পীড়নের জন্য নয়, বরং দেখা যাচ্ছে অনিয়ম, অপরাধ ও দুর্নীতি চাপা দিতেও এই আইনের ব্যবহার শুরু হয়েছে। তারা অবিলম্বে ইনকিলাব সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ