Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুত সংস্কার শেষ করার নির্দেশ মেয়র নাছিরের

পোর্ট কানেকটিং রোড

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:০০ এএম

কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন পোর্ট কানেকটিং রোডসহ চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার তিনি পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন। মেয়র এলাকার যানবাহন চলাচল ব্যাহত ও জনসাধারণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
যথাসময়ে কাজ শেষ না হওয়া ঠিকাদারদের চুক্তির বরখেলাপ উল্লেখ করে তিনি বলেন, কোন অজুহাতে কাজে ধীরগতি এবং মান রক্ষা করা না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আগামী নভেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন। এ সময় চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ