Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনকিলাবের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদী চক্রান্তের অংশ-বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৪:১২ পিএম

দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ডিজিটাল আইনে প্রত্রিকার স্বনামধন্য সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এর বিরুদ্ধে জনৈক আইনজীবী ডিজিটাল আইনে মামলা দায়ের করায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
সংগঠনের আমীর অধ্যক্ষ আল্লামা সারওয়ার কামাল আজিজি, উপদেষ্টা হযরত মাওলানা ফজলুর রহমান, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার সংগঠন সচিব আবু তাহের খান, সহকারী মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী আজ একযুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত দৈনিক ইনকিলাব সততা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কোটি কোটি মানুষের আস্থা ও সুনাম সুখ্যাতি অর্জন করেছে। গতকাল ইনকিলাবের বিরুদ্ধে ফ্যাসিবাদী চক্রান্তের অংশ হিসেবেই মামলা দায়ের করা হয়েছে। সংবাদপত্রের স্বাভাবিক স্বাধীনতাকে নস্যাৎ করার এই অপতৎপরতাকে দলমত নির্বিশেষে প্রতিরোধ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, হয়রানিমূলক মামলা দিয়ে ইনকিলাবের কন্ঠরোধ করা যাবে না। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।



 

Show all comments
  • Abdur Rafi ২৮ জুন, ২০২০, ৪:৫৮ পিএম says : 0
    সবে মাত্রশুরু বাকশাল কায়েম হতে বেশি দেরি নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ