Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেয়ার এন্ড লাভলী থেকে ‘ফেয়ার’ বাদ যাচ্ছে

বর্ণবৈষম্য নিয়ে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১২:০১ এএম

কিছুদিন আগেই বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে কেঁপে উঠেছিল আমেরিকা। তার প্রভাব পড়েছিল অন্যান্য দেশেও। এই পরিস্থিতিতে ভারতে ‘ফরসা হওয়ার ক্রিম’ বলে পরিচিত ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ‘ফেয়ার’ শব্দটি বাদ দিতে চলেছে ইউনিলিভার।

সাম্প্রতিক সময়ে ফেয়ার এন্ড লাভলির উৎপাদন বন্ধে দুটি পিটিশন দায়ের করা হয়েছে। এ দুটি পিটিশনে স্বাক্ষর করেছে ১৮ হাজার মানুষ। পিটিশনে বলা হয়, এ ক্রিমটি বর্ণবাদ তৈরি করে বলে মত দিয়েছেন অনেকে। তাদের এই আহ্বানের মুখে ফেয়ার অ্যান্ড লাভলী নাম থেকে ফেয়ার শব্দটি বাদ দেয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান ইউনিলিভার।

এদিকে, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ নামটি থেকে ‘ফেয়ার’ শব্দটি ব্যবহার বন্ধ করবে কোম্পানি। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে নামটি পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ