পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়লেও আক্রান্তদের মধ্যে সুস্থ্যতার হারও বাড়ছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ৬২৯ জন। যা মোট আক্রান্তের অর্ধেকের বেশি। তাদের মধ্যে ৭৫ ভাগ রোগী বাসায় থেকে করোনাজয় করেছেন। এ সংখ্যা গতকাল পর্যন্ত দুই হাজার ৭৩৪ জন।
গতকাল আরো ১৬ জনসহ এ পর্যন্ত হাসপাতালে থেকে সুস্থ হয়েছেন ৮৯৫ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে ৩এপ্রিল। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা কম থাকলেও জুনে এ হার বাড়তে থাকে। শুরুতে সব আক্রান্তকে পুলিশ ও স্বাস্থ্যবিভাগের লোকজন হাসপাতালে নিয়ে যেত। কিন্তু এখন রোগী বেড়ে যাওয়ায় বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধুমাত্র যাদের শ^াসকষ্টসহ জটিল সমস্যা তাদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। এরপরও হাসপাতালে রোগীর চাপ। করোনার চেয়ে উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রামে টেস্টের হারও বাড়ছে। যদিও রিপোর্ট পেতে এখনও বেশি সময় লাগছে। এখন গড়ে প্রতিদিন ৯শ মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত সাত হাজার ২২০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩৫৪ জন। বাসায় আইসোলেশনে আছেন ৬০৬ জন। গতকাল তিনজনসহ এ পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন। মৃত্যুর হার দুই শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।