পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
করোনা পরিস্থিতির কারণে দেশে ডেইরি শিল্পে প্রতি মাসে লোকসান হচ্ছে দেড় হাজার কোটি টাকা। ক্ষতি পুষিয়ে নিতে আমদানি করা সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ফোরামের সভাপতি সংসদ সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃাতি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বিডিডিএফ’র সহ-সভাপতি উজমা চৌধুরী, সহ-সভাপতি ড. কাজী ইমদাদুল হক, প্রচার সম্পাদক মো. মুতাসীম বিল্লাহসহ অন্যন্য সদস্যরা।
জানানো হয়, দেশে প্রতি দিন গড়ে দুই থেকে আড়াই কোটি লিটার দুধ উৎপাদন হয়। যার বাজার মূল্য প্রায় ১শ’ কোটি টাকা। কিন্তু করোনায় দুধ বিক্রি ৫০ শতাংশের নিচে নেমে আসায় প্রতিদিন ৫০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে খামারিদের। এছাড়াও দুগ্ধজাত পণ্যের বিক্রি কমায় সামগ্রিমভাবে এ ক্ষতি দাড়াচ্ছে প্রায় ১৫শ' কোটি টাকা।
ভাচুর্য়াল সংবাদ সম্মেলনে ব্যবসায়িরা দাবি করেন, ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের উচিত ডেইরি শিল্পে বিনিয়োগে দীর্ঘ মেয়াদে কর অব্যাহতি দেয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।