পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক কবি মাশুক চৌধুরী আর নেই। গত মঙ্গলবার রাত দেড়টায় রাজধানীর রাশমনো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা, নাতী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কিছুদিন আগে অসুস্থ হয়ে তিনি হাসপাতাল ভর্তি হন। তার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে নিউমোনিয়াসহ করোনার উপসর্গ ছিল। গতকাল সকালে ঢাকার জানাজা শেষে মাদারটেক বাগিচা কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রবীণ এ সাংবাদিক ১৯৭২ সালে দৈনিক গণকন্ঠ থেকে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক সংবাদ, দৈনিক জনতা, আজকালের খবর, দৈনিক খবরপত্রসহ বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ পদে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সিনিয়র সদস্য ছিলেন।
মাশুক চৌধুরীর জন্মস্থান ব্রা²ণবাড়িয়ার আখাউড়ায়। কবি হিসেবেও বেশ সুখ্যাতি ছিল মাশুক চৌধুরীর। তার তিনটি কাব্যগ্রন্থ ও একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। কবির মাগফিরাত কামনা তার পরিবারের পক্ষ থেকে দোয়ার আবেদন জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।