Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জরিমানা ছাড়াই ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ল

যানবাহনের ফিটনেস লাইসেন্স নবায়ন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০০ এএম

জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে গাড়ির কাগজপত্র (ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন) এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের জরিমানা ছাড়া মূল কর/ফি দিয়ে হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর বর্ধিত বর্ধিত করা হয়েছে। এর আগে এ সংক্রান্ত বিষয়ে অর্থ বিভাগ গত ১৫ জুন সম্মতি দিয়েছে বলে জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। করোনাভাইরাসের কারণে এর আগে জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র নবায়নের সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ